929
Published on ফেব্রুয়ারি 26, 2022চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাট প্রাঙ্গনে বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদারের সভাপতিত্বে বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইছহাক তালুকদারের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র মো.শাহাজাহান সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন বাদশা, রাঙ্গুনিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. আয়শা আকতার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস প্রমুখ।
একইদিন সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়।