879
Published on ফেব্রুয়ারি 26, 2022বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রধান অতিথি এসএম কামাল হোসেন বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিল বলেই আজকে বয়স্করা বয়স্ক ভাতা পায় বিধবারা বিধবা ভাতা পায়। তিনি কওমী মাদ্রসাকে স্বীকৃতি দিয়েছেন ও দেশে ৫৬০টি অধুনিক মসজিদ তৈরি করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
এরপর তিনি দুপুর ২টার দিকে কাউন্সিল অধিবেশনে আনোয়ার হোসেন রানাকে সভাপতি, পৌর মেয়র আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করেন।