আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই

817

Published on ফেব্রুয়ারি 25, 2022
  • Details Image

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় নির্বাচন নৌকার বিজয়ের বিকল্প নেই। স্থানীয় নির্বাচনের দিকে না তাকিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নৌকার বিজয়ের লক্ষ্যে নিয়ে এখন থেকে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছেন দেশের আপামর জনগণের উন্নয়ন। এরই মধ্যে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগ এমন একটি সংগঠন যার নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান নেতার কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁকিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সম্মান বজায় রাখতে ঐক্যের বিকল্প নাই। আসন্ন জাতীয় নির্বাচনে সকলকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ে কাজ করতে হবে। কি কারনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বিজয় লাভ করতে পারেনি তা অনুসন্ধান করা হয়েছে। যে সমস্যাগুলো সনাক্ত করা হয়েছে তা মাথায় রেখে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিটি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপ কমিটি গঠন করা হয়েছে। তারা ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করবে।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, সদস্য চেয়ারম্যান লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, প্রভাষক মোসলেম উদ্দীন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত