নাটোরে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

544

Published on ফেব্রুয়ারি 25, 2022
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নাটোরে ছয়শ’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর দুইটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখা। 

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ কর্মসূচির উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে আয়োজক সংগঠন অতিথিবৃন্দ সহযোগে নাটোর সদর উপজেলার চর তেবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শত পরিবারের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত