357
Published on ফেব্রুয়ারি 25, 2022পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে নিহতদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এবং দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
উল্লেখ্য, পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর আজ। বর্বর এই হত্যাকাণ্ডে জাতি হারিয়েছিল অর্ধশত চৌকশ সামরিক অফিসারকে। খুনি ও অপরাধীদের বিচারিক আদালতে বিচার হয়েছে। বর্তমানে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।