1116
Published on ফেব্রুয়ারি 24, 2022গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ সামস-উল- আলম হীররু সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাখাওয়াত হোসেন শফিক।
বর্ধিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই প্রত্যাশিত স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শ নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত উৎপাটন করে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া হবে।
তিনি আরো বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশে শান্তি বিনষ্ট করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই সমৃদ্ধ ইতিবাচক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।