যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

996

Published on ফেব্রুয়ারি 22, 2022
  • Details Image

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে তৃণমূল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যশোরের ৮ উপজেলা ও পৌর কমিটির সকল অসম্পূর্ণ কমিটি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ৩১ মার্চের মধ্যে জেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এ সব সম্মেলনকে কেন্দ্র করে নিজেদের অভ্যন্তরীণ বিভেদ বা দ্বন্দ্ব দূর করে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার বিকালে যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। এর আগে সভায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রাজেক আহমেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জানা যায়, যশোর জেলার ৮টি উপজেলার বেশিরভাগ উপজেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ। কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা হলেও বেশিরভাগ কমিটি পূর্ণাঙ্গ নয়। এছাড়া মণিরামপুর, ঝিকরগাছা, শার্শা, চৌগাছা ও কেশবপুরে উপজেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ। এসকল কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মতের ভিত্তিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসাথে সম্মেলন করে পৌর শাখার নতুন কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যে পৌর কমিটিগুলো পূর্ণাঙ্গ হয়নি, সেগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে বিকাল ৪ টায় জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্মুক্ত আলোচনায় জেলা কমিটির নেতাকর্মীরা ছাড়াও উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সম্পাদক তাদের নিজ নিজ শাখার সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। সভায় বেশির ভাগ সভাপতি, সম্পাদক উপজেলা ও পৌর কমিটির দ্রুত সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেন।

সভা শেষে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা সরদার কনক বলেন, সংগঠনকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণেই দ্রুত সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত সভায় যশোর জেলা আওয়ামী লীগকে অভ্যন্তরীণ বিভেদ বা দ্বন্দ্ব ভুলে যেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। তিনি বলেন, সামনে দ্বাদশ নির্বাচন যশোরের ৬টি আসনই জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে এখনই তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। করোনার কারণে কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ ছিলো। কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনায় কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হচ্ছে জেলায়। আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো দলে কোনো ভ্ইুফোঁড় অতিথি পাখি দলে যেন জায়গা না পায়। তৃণমূলের মতামতের প্রেক্ষিতে দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলো সেই ত্যাগী নেতাকর্মীদের জায়গা দেওয়ার নির্দেশনা দেন এমপি শাহিন চাকলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, ঝিকরগাছা-চৌগাছা আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, আবদুল খালেক, মুক্তিযোদ্ধা একে এম খয়রাত হোসেন, মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, অ্যাডভোকেট এ বি এম আহসানুল হক, মেহেদী হাসান, এস এম হুমায়ূন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, মহিলাবিষয়ক সম্পাদক সেতারা খাতুন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এএসএম আশিফুদ্দৌলা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, জেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক বাবুল, মেহেদী মাসুদ চৌধুরী, রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত