কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

639

Published on ফেব্রুয়ারি 22, 2022
  • Details Image

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও কুড়িগ্রামে জেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক তত্ববধানে পাঁচ শতাধিক অসহায শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান এর সঞ্চালনায আজ সকালে বিজয স্তম্ভে চত্বরে কম্বল বিতরণ ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগের দাযিত্বপ্রাপ্ত শামীম শাহারিয়ার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় কমিটির উপ যুব ও ক্রীড়া বিষয়ক জসীমউদ্দীন মাতব্বর, কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, এ সময় জেলা আওযামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ লোবান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, সদস্য খ. ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সবসময় দেশ ও জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে, দেশের জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে আওযাামী লীগ সদা প্রস্তুত।

তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এই শীতার্ত কম্বল কুড়িগ্রাম জেলার গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হলো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত