497
Published on ফেব্রুয়ারি 21, 2022নাটোরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহরের কানাইখালী কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কানাইখালী মাঠে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদদের প্রতি প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ।
পরে পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। তাছাড়াও সকাল হতেই সকল শ্রেণী পেশার মানুষ ও সামাজিক সংগঠন হাতে ফুল ও ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিত, এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহিদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।