ঝিনাইদহে পৌর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

942

Published on ফেব্রুয়ারি 21, 2022
  • Details Image

"পিতা থেকে কন্যা স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি" এই স্লোগান কে প্রতিপাদ্য করে পৌর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ডাবলু, সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জ্বল বিশ্বাস, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজাহান আলী, সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, অনুষ্ঠান পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল।

বর্ধিত সভায় বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক রিপোর্ট তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি বলেন-আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। মানুষের সেবা করার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের জন্ম হয়েছে। আপনাদের সেবার মানসিকতা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সময়ে দেশে যে উন্নয়ন মুলুক কাজ হয়েছে তা মানুষের মাঝে তুলে ধরতে হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত