759
Published on ফেব্রুয়ারি 21, 2022প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগকে আরও সংগঠিত করার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। শনিবার হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন কমিটির সম্মেলন আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করা ও এর আগে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার নির্দেশনা দেন তিনি।
এতে এমপি আবু জাহির বলেন, যে কোন নির্বাচনে দলীয় নেতাকর্মীকে অবশ্যই নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের পক্ষে থাকেন কিš’আড়ালে অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন তারা দলের জন্য ক্ষতিকর। এদের ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ মোতালিবের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্রাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ। এতে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।