একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

635

Published on ফেব্রুয়ারি 21, 2022
  • Details Image

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এসময় জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত