রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

1430

Published on ফেব্রুয়ারি 21, 2022
  • Details Image

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা' র সার্বিক পরিচালনা ও তত্বাবধানে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিন্মোক্ত কর্মসূচি সমূহ রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহযোগে স্বাস্থ্য-সুরক্ষাবিধি অনুসরণপূর্বক যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হলো।

সকালে সূর্যোদয়কালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১.০০টায় দলীয় কার্যালয় থেকে প্রভাতফেরী সহ নেতৃবৃন্দ সহযোগে রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে পদব্রজে যাত্রা। অতঃপর রাজশাহী কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং শহীদ মিনার পাদদেশে দোয়া/প্রার্থনা, এক মিনিট নিরবতা পালন সহ মহান দিবসটির তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিকট দিবসের প্রতিপাদ্য বিষয়ে ব্রিফিং দেন।

আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ-মোঃ আমানুল হাসান দুদু, মোঃ সাইফুল ইসলাম দুলাল, এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন, এ্যড. মোঃ শরিফুল ইসলাম, অধ্যক্ষ এস.এম. একরামুল হক, মোঃ জাকিরুল ইসলাম সান্টু, এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, এ্যাড. মোঃ আব্দুস সামাদ, মোঃ আলফোর রহমান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, অধ্যক্ষ(অবঃ)আ.ন.ম মনিরুল ইসলাম তাজুল, মোঃ আজিজুল আলম, এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, মোসাঃ মর্জিনা পারভীন, প্রদ্যুৎ কুমার সরকার, এ্যাড. মোঃ এজাজুল হক মানু, উপাধ্যক্ষ মোঃ শহিদুল করিম শিবলী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, মোঃ মাহবুব-উল-আলম মুক্তি, এ.কে.এম শামসুল ইসলাম, মোঃ মেহবুব হাসান রাসেল, মোঃ ফারুক হোসেন ডাবলু, মোঃ মোস্তাক হোসেন, এ্যাড.নাসরিন আক্তার মিতা, ডাঃ আনিকা ফারিয়া জামান অর্ণা, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা, মোঃ কামরুল ইসলাম, মোসাঃ রোকসানা মেহবুব চপলা, মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, মোছাঃ নিলীমা বেগম, মোঃ আবদুল্লাহ খান, মোঃ রবিউল ইসলাম বাবু, মোঃ আবু সালেহ, মোঃ আলী আজম সেন্টু, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মাইনুল হক, মোঃ মাজদার রহমান মকুল, নার্গিস শেলি, এম.মিজানুর রহমান রানা, বিপাশা খাতুন, মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, মোঃ হাসিনুল ইসলাম সজল এবং মোঃ বদিউজ্জামান বদি প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত