617
Published on ফেব্রুয়ারি 20, 2022পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মঠবাড়িয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কে এম লতিফ সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. দ্বীপ্তিষ চন্দ্র হালদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি রাসেল পারভেজ রাজা, সহ-সভাপতি সৈয়দ এমরান আহমেদ. মো: কামাল খান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন সিকদার।
মঠবড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাঈফ মো: সোহেল লস্কর এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের মিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাকিবুল হক মামুন ও মঠবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেল্লাল হোসেন।
এসময় মঠবাড়িয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।