559
Published on ফেব্রুয়ারি 19, 2022খাগড়াছড়িতে ‘ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কদমতলী জেলা পরিষদ বাংলোতে কুজেন্দ্র লাল ত্রিপুরা সংসদ সদস্যের (এমপি) পক্ষ থেকে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র এবং এসএসসি ও এইসএসসি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিয়া বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম, জেলা আওয়ামী লীগ নেতা মো: মনির হোসেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদে সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ এিপুরা জুয়েল, পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রধান অতিথি'র বক্তব্যে, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,সমাজের অসহায় দুস্হ সুবিধাবঞ্চিত যে সমস্ত মানুষ শীতে কষ্ট পাচ্ছে তাদের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পার্বত্য জনপদের পিছিয়ে পড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেছি।
যে সকল শিক্ষার্থী টাকা অভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় তারা যেন সামনের দিকে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে সে জন্য এই বৃত্তি বিতরণ করা হয়েছে। পাহাড়ের সুবিধাবঞ্চিত গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।