517
Published on ফেব্রুয়ারি 19, 2022গতকাল ১৮ ফেব্রুয়ারী শুক্রবার ঠাকুরগাঁও জেলা শহরের শিল্পকলা একাডেমিতে জেলার বিভিন্ন যায়গার দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে হাতে কম্বল তুলে দেয় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজও এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম বলেন, "এ শীতবস্ত্র বিতরণ করমসূচী ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ধারাবাহিক কার্যক্রমের অংশ। এ কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে জেলার বিভিন্ন যায়গার অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করছে। আমরা চাইনা বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও শীতে কষ্ট পাক। জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবয়নে এই পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে আমরা ছাত্রলীগ সবসময় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৃজনগুহ ঠাকুরতা, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দত্ত, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সাদেক শোভন, মাহাবুব হাসান মেহেদীসহ আরো অনেকে।