বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

771

Published on ফেব্রুয়ারি 18, 2022
  • Details Image

গণমুখী ও সৎ নেতারাই আওয়ামী লীগের দায়িত্ব পাবেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। সেই লক্ষ্যেই তৃণমূল আওয়ামী লীগকে সাজানো হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সব ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। বৃহস্পতিবার বিকেল বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ।

স্থানীয় ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙণে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এড. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টু, আলহাজ সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, মোকারিম হোসেন রবি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স ম হাফিজুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম বুলু, মকবুল হোসেন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত