705
Published on ফেব্রুয়ারি 17, 2022বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৬.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, হাবিবুর রহমান বাবু, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম ও আলিমুল হাসান সজল।
সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আজকের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আমরা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবো। জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বাংলাদেশ-ভারত মৈত্রী অনুষ্ঠানে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি, তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মোঃ ডাবলু সরকার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ি যা যা করা দরকার সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগে অপরাজনীতির কোন সুযোগ নেই। আগামী সকল সম্মেলনে বিতর্কিত কোন ব্যক্তি, অসামাজিক কার্যকলাপে কোন ব্যক্তি ও দল থেকে বহিষ্কৃত কোন কর্মী দলের কোন পর্যায়ের নেতৃত্বে আসার কোন সুযোগ দেওয়া হবে না।
বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বর্তমান বাস্তব প্রেক্ষাপটে জাতীয় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি যেভাবে সম্মেলন করার পরিকল্পনা করেছেন তা বাস্তব সম্মত। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ি সম্মেলন করতে হবে।
সভার সিদ্ধান্তসমূহঃ
মতিহার থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ২৩/০২/২০২২ খ্রিঃ, রাজপাড়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০২/০৩/২০২২ খ্রিঃ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০৪/০৩/২০২২ খ্রিঃ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০৬/০৩/২০২২ খ্রিঃ, শাহমখদুম থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০৮/০৩/২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নিঘাত পারভীন, জহির উদ্দিন তেতু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহমখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।