698
Published on ফেব্রুয়ারি 17, 2022নওগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে দেওয়ান ছেকার আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দুই সদস্যের এ কমিটি ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। আজ বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক, শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল, আনোয়ার হোসেন প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি দেওয়ান ছেকার আহমেদ জানান, সম্মেলনের সম্মানিত কাউন্সিলর ও নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ঐকমত্যের ভিত্তিতে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পরামর্শে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।