1033
Published on ফেব্রুয়ারি 15, 2022বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে সোমবার (১৪ ফেব্রুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবু বক্কর কাজল, জেলা যুবলীগ নেতা মো. শহিদুল ইসলাম মন্জু, মো. রেজাউল করিম রেজা, কামনাশিষ দেব বুলেট, সনজীব বিশ্বাস বুড়ো, গোলাম মোস্তফা, সোহেল খান, মোবাশ্বের আহমেদ, শাহীন মিয়া, মেহেদী আসাদ দীপ, রোমান, ফাহিম ইসলাম দীপ, সিমান্ত সরকার মিম, বিশাল সরকার প্রমুখ। এতে ৩০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।