983
Published on ফেব্রুয়ারি 14, 2022বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটির সম্মেলন আয়োজনসহ সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা শাখার সভাপতি মো. আফসার আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশবিরোধী চক্রের সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির জবাব দিতে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুুত রয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একাত্ম হওয়ার আহবান জানান তিনি। সুব্রত পুরকায়স্থ আরও বলেন, সিলেট বিভাগে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে এই সংগঠনের অনেক নেতা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেতৃত্বের যোগ্যতা ও জনগণের ভালোবাসার কারণে তারা পুরস্কৃত হয়েছেন। সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সিলেটে স্বেচ্ছাসেবক লীগকে সবচেয়ে শক্তিশালী এবং মডেল সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।