499
Published on ফেব্রুয়ারি 14, 2022আগামী ১৬ ফেব্রয়ারী বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দলীয় কার্যালয়ে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সাহাদারা মান্নানের সভাপতিত্বে ওই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, কাজী বেলাল হোসেন, মামুনুর রশীদ হিমু ও উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আইযুব আলী তরফদার।