স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা

552

Published on ফেব্রুয়ারি 14, 2022
  • Details Image

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার সকালে ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শিক্ষা অধিকার চত্বরে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯৮২ সালে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করে, যার পরিপ্রেক্ষিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি সেই শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বাংলাদেশ সচিবালয়ে স্বারকলিপি দেয়ার কর্মসূচি গ্রহণ করেন। সেই প্রতিবাদ সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান ও গুলি বর্ষণ করে। যার ফলে জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দিপালীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন। অসংখ্য শিক্ষার্থী আহত ও গ্রেফতারের শিকার হন।

আন্দোলনের মুখে পরবর্তীতে শিক্ষানীতিটি স্থগিত করা হয়। তখন থেকে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা শুরু হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত