পাবনা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

661

Published on ফেব্রুয়ারি 13, 2022
  • Details Image

আগামী ১৯ শে ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সদর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মামুন’র পরিচালনায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমান, আবদুল মোমেন নান্নু, মাহবুবুল আলম সোবহান, মতিউল ইসলাম মুক্তা, এএইচএম আরেফিন রুবেল, বিশ্বজিৎ ঘোষ,যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান ডেভিড, এনায়েত হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, মহসিন রেজা খান মামুন, প্রচার সম্পাদক সাহিদ হাসনাইন বেবী, দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, কৃষি বিষয়ক সম্পাদক মোল্লা বাদশা,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলমগীর হোসেন,সহ প্রচার সম্পাদক আনোয়ার খান, পৌর আওয়ামী লীগ নেতা নূরুল আলম বিশ্বাস লিন্টু , উপদেষ্টা অধ্যক্ষ সুজন মাহমুদ সহ ১৫ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ ,ভাষা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও প্রয়াত পাবনা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন এক মিনিট নীরবতা পালন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত