সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

679

Published on ফেব্রুয়ারি 13, 2022
  • Details Image
বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে – আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত  কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের গৌরব গর্ব, অহংকার, তাই দলের সবাইকে নিয়ম শৃঙ্খলা মেনে  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী শক্তিশালী করতে হবে। সিরাজগঞ্জে আগামী ২৮ ফেব্রুয়ারী দলের জেলা সম্মেলনকে সফল করতে দলের সকল নেতাকর্মীদের সহযোগিতা করার আহবান জানান । 
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, কাজিপুর হলো আওয়ামী লীগের ঘাটি। যেখানে আমার দাদা জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম এর জন্মভূমি তাই কাজিপুরের সব সময় আওয়ামী লীগের বিজয় হয়েছে। সিরাজগঞ্জ ও কাজিপুরে ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি দলের ব্যাপক কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা দলের জন্য অনেকে ব্যাপক কাজ করে যাচ্ছেন। আপনাদের সাধুবাদ জানাই।  
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট বিমল কুমার দাস প্রমুখ। 
 
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। এসময় কাজিপুর উপজেলার এবং সকল ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।  

Live TV

আপনার জন্য প্রস্তাবিত