734
Published on ফেব্রুয়ারি 12, 2022অসহায়-দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শনিবার দুপুরে মহানগরের চান্দনা-চৌরাস্তা এলাকায় চন্দনা স্কুল এন্ড কলেজ মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে রাসেল বলেন, গাজীপুর মহানগর যুবলীগ সব সময় অসহায়দের পাশে আছে, পাশে থাকবে। গাজীপুর মহানগরে যুবশক্তিকে এক করে অসহায় ও দুঃস্থ মানুষের নানা সমস্যা ও অভাব লাঘবে কাজ করছে। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে আজ ৫ শতাধিক অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হলো।
এসময় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ কাইয়ুম সরকার, মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।