বগুড়ায় অসহায়দের মাঝে চাল ও শীতবস্ত্র বিতরণ

737

Published on ফেব্রুয়ারি 12, 2022
  • Details Image

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু বলেছেন, মানবতার ধর্মই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অন্নহীনে অন্ন দান, বস্ত্রহীনে বস্ত্র দানের মত মহৎ কাজ আর নেই। অসহায়দের ক্লেশ মোচনে আমাদের প্রত্যেককেরই মানবিক হতে হবে। জীব প্রেম এমন প্রেম যে প্রেমে মজিছে বিধাতা। অর্থ্যাৎ মানুষকে ভালোবাসার মধ্যদিয়ে বিধাতার নৈকট্য লাভ করা সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বেলা হতেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তাদের দু:খ দুর্দশায় ব্যথিত হতেন। ছিন্নবস্ত্র পরিহীত ব্যক্তিকে নিজের জামা দিয়ে সহযোগিতার পাশাপাশি ক্ষুধার্তদের বাবার গোলা হতে চাল বিতরণ করে শৈশবে মানবতার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

তাঁরই উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দুস্থ, অবহেলিত, ছিন্নমূল মানুষদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন মন্ত্রনালয় ও সরকারি অধিদপ্তরের মাধ্যমে সুযোগ-সুবিধা এবং ভাতা প্রদান অব্যাহত রেখেছেন, যেন একটি ব্যক্তিও ক্ষুধার জ্বালায় না কাতরায়। দেশ উন্নয়নের পাশাপাশি জাতির ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত দেশ জাতিকে উপহার দিয়েছেন।

জেলা পরিষদের অর্থায়নে তীব্র কনকনে শীতে করোনায় উপার্জনক্ষম পরিবারের মাঝে শুক্রবার বিকেলে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি, প্রানবাড়িয়া, বৃ-কৃষ্টিয়া, মারিয়া, ফুলকোট, নারচি, বৃষ্ণপুর, কুন্দইশ গ্রামের অসহায়দের মাঝে চাল ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

 

বয়সের ভারে নুয়ে পড়া লাঠিতে ভর করে আসা বৃদ্ধা জিরাতন বেওয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক মানব দরদি। তিনি এলাকার ছেলে দুলুর মাধ্যমে আমাকে ১০কেজি চাল ও একটি কম্বল দিয়েছে এজন্য প্রধানমন্ত্রীসহ এলাকার ছেলেকে আল্লাহ যেন সুস্থ রাখেন। 

এলাকার বৃদ্ধ আবুল হোসেন বলেন, এ সরকার আশার পর হতে কোন না কোন ভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছি। কষ্টের দিন ফুরিয়ে আসছে। এ সরকার বার বার আসুক এটাই আমাদের চাওয়া। 
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপন, আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক ছানা, সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, আব্দুল মমিন, এমদাদুল হক, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সাব্বিরসহ প্রমুখ। 

 

এলাকার দেড় শতাধিক অসহায় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল ও কম্বল বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত