924
Published on ফেব্রুয়ারি 12, 2022জামালপুরে অসহায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে জেলা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। ১০ ফেব্রুয়ারি বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তার, আব্দুল কাদের ফারুকী জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক শাহাবীর ইসলাম দোলন, দপ্তর সম্পাদক সবুজ আহাম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম জয়নুল ইসলাম জনি, সহ-সম্পাদক শেখ মোহাম্মদ সোহাগ, শেখ রাসেল, ফেরদৌস হাসান, ওবায়দুল রহমান বাবু, মোকলেছুর রহমান সুজন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, রেজওয়ান শ্রাবণ, সজিব মৃধাসহ জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভায় বসবাসরত এক হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।