892
Published on ফেব্রুয়ারি 10, 2022ফেনী পৌর যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি ও শর্শদী ইউপির চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও কালিদহ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল ও তৌহিদুর রহমান হানিফ।
আরও বক্তব্য রাখেন ফেনী পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম রাসেল, শওকত আলম সৈকত, আবদুল্যাহ আল তাইহান, যুগ্ম সম্পাদক হেমায়েত উল্যাহ সাব্বির, আলী আশ্রাফ রুবেল হাজারী, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মিলাত, মো. রিয়াদ হোসেন রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার রাজু, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, নুরুল হুদা রিয়াদ, সদস্য জাকির হোসেন ভূঞা মনসুর, পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন দুলাল ও ৮ নং ওয়ার্ডের সভাপতি আজিজ তালুকদার প্রমুখ।
পৌর যুবলীগের বর্ধিত সভায় পৌর যুবলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।