517
Published on ফেব্রুয়ারি 9, 2022নড়াইল জেলা আওয়ামী লীগ অফিসে শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিকট কম্বল হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে এই কম্বল হস্তান্তর করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুণ্ডু ও সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক, নড়াইল পৌরসভার মেয়র আন্জুমান আরা ।
জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ( মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগ) এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের কাছে শীতার্তদের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হবে। পরবর্তীতে এইসকল দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা স্ব স্ব এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন।
এ প্রসঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী বলেন, মাশরাফি নির্বাচনী এলাকার জনসাধারণের মাঝে যা কিছু দিতে হয় সে সবসময় আমাদের দলীয় নেতাকর্মীদের তাতে সম্পৃক্ত রাখে। আমরা তাকে ধন্যবাদ জানাই।
পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু বলেন, মাশরাফি যেভাবে নড়াইলের জনসাধারণের জন্য কাজ করছেন, এমনভাবে কাজ করলে অচিরেই নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার শীতার্ত মানুষদের মাঝে সাংসদের এই কম্বল বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগ।