758
Published on ফেব্রুয়ারি 8, 2022খুলনার উপকূলীয় অঞ্চল পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪৭৯ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় নানা প্রকল্প হাতে নিলেও লবণাক্ততার কারণে তা সফল হয়নি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের সঙ্গে খুলনার পাইকগাছা-কয়রার নদ-নদীর সংযোগ। ফলে সাগরের নোনাপানি সরাসরি উপজেলার নদ-নদীতে সহজে পৌঁছে যায়। ফলে কোনো প্রকল্পই সফলতা পায়নি। বিশেষ করে আইলা, সিডর, আম্ফান, ফনির আঘাতের পর এ দুর্ভোগ আরও বেশি দেখা যায়। অবশেষে এ সমস্যা সমাধানে খুলনা-৬ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু পাইকগাছা-কয়রা সুপেয় পানির ৩৪৭৯ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন করিয়েছেন।
যা পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে এমপি বাবু নিশ্চিত করেছেন। অনুমোদিত এ প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারভেষ্ট (ট্যাংকি), গভীর নলকূপ, ওয়াস ব্লকসহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা।
উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের স্বপ্ন পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য, মো. আক্তারুজ্জামান বাবুকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।