শেখ হাসিনার দর্শন গরিব কৃষকের উন্নয়ন

1055

Published on ফেব্রুয়ারি 8, 2022
  • Details Image

ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে উন্নয়ন বিশ্বে বিস্ময়কর। অভূতপূর্ব উন্নয়ন হয়েছে কৃষিখাতে। সরকারের দেয়া প্রণোদনা পেয়ে দেশের কৃষকদের উন্নতি হয়েছে। বাংলাদেশের কৃষকরাই দেশের প্রাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনই গরিব কৃষকের উন্নয়ন। কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। কৃষিখাতে সরকারের দৃঢ় সহযোগিতার কারণেই আজ বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে।

রোববার দুপুরে চরমাদ্রাজ ইউনিয়নে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কৃষি উপকরণ বিতরণ ও ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তাওফিকুল আলমের সভাপতিত্বে  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়াসিরুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত