853
Published on ফেব্রুয়ারি 8, 2022ঝালকাঠিতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বধ্যভূমি সংরক্ষণ সংগঠন। রবিবার বিকেলে সিটি কিন্ডারগার্ডেন চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খাঁন সাইফুল্লাহ পনির।
বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সভাপতি হাচান মাহামুদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে সিটি ক্লাব ও পাঠাগারের উপদেষ্ঠা বাবু গৌতম সরকার, বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম পলাশ, শুভাশ বিশ্বাস, আর টিভি জেলা প্রতিনিধি, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল। বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের আয়োজনে অতিথিরা শীতার্ত ১শতাধিক মানুষকে কম্বল তুলে দেন।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            