537
Published on ফেব্রুয়ারি 8, 2022যশোর শহরের রেলবাজারে চার শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে এমপি নাবিল কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন। সংগঠনের সভাপতি নান্নু খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক শফিকুল আলম পারভেজ, পৌর কাউন্সির রাজিবুল আলম, শেখ শাহেদ হোসেন নয়ন প্রমুখ।