নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

666

Published on ফেব্রুয়ারি 8, 2022
  • Details Image

নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল হক কমলের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ বকুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জাম শিউলসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘ সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে চলেছে, উপজেলা আওয়ামীলীগে নতুন নেতৃত্ব আসুক, যে কমিটি উপজেলা আওয়ামী লীগ কে গতিশীল শক্তিশালী করবে এবং আগামীতে নৌকাকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করবে এমন নেতাদের দলের জন্য প্রয়োজন।’

আরোও বলেন, ‘১২টি ইউনিয়নের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হোক, কমিটিতে যেন হাইব্রিড নেতা যায়গা না পায়, কমিটিতে যারাই আসুক সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে, আগামী সম্মেলনে ব্যাপক উপস্থিতি কামনা করে শান্তিপূর্ণ ভাবে উক্ত বর্ধিত সভা সমাপ্ত করেন।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত