864
Published on ফেব্রুয়ারি 8, 2022গতকাল শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে কাকডাকা ভোরে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। এই মিছিলের প্রতিক্রিয়ায় আজ বেলা দুই ঘটিকায় বন্দর থানাধীন বিমান চত্তর হতে মিছিল বের করেছে বন্দর থানা ছাত্রলীগ। বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি শুভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাত, অর্থসম্পাদক তানজির হোসেন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রাজু দাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, উপ - ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সাইমন রশিদ, উপ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান ইফতু।
বন্দর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, জঙ্গীবাদী চোরাগুপ্তা হামলা সাদৃশ্য চোরাগুপ্তা এই মিছিল করেছে শিবির। দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিভিন্ন মামলার চিহ্নিত আসামীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে রাস্তায় কয়েক মিনিটের মহড়া দিয়েছে বলে আমরা শুনছি।মূলত তাদের কোন সাংগঠনিক অস্তিত্ব নেই এবং দেশব্যাপী পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যার অপরাধে সর্বস্তরের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে তারা। আমরা অনতিবিলম্বে এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সভা পরবর্তী বন্দর থানা ছাত্রলীগের মিছিলটি বিশ্বরোড বিমান চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।