ঠাকুরগাঁও জেলায় ছাত্রলীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

1004

Published on ফেব্রুয়ারি 5, 2022
  • Details Image

উত্তরবঙ্গের শীতপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক "শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী" বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিনে আজকে ঠাকুরগাঁও জেলায় কর্মসূচি পালন করা হয়।

ঠাকুরগাঁও জেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেল ৩ ঘটিকায় আয়োজিত আজকের এই কর্মসূচির মাধ্যমে ৩০০ কম্বল ও ১,০০০ সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচিতে অনলাইনে সংযুক্ত থেকে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের "শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ" কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন সহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমন সরকার হিমন সহ জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

ইমরান জমাদ্দার বলেন,"বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় সাধারণ মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনার ভিসন মিশন বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের যেমন গৌরবোজ্জ্বল সাহসী ভূমিকা আছে, তেমনি দেশের শান্তিপূর্ণ সময়েও বাংলাদেশ ছাত্রলীগের মানবিক ভূমিকা পালন করে।দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।"

Live TV

আপনার জন্য প্রস্তাবিত