701
Published on ফেব্রুয়ারি 5, 2022বিএনপি ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তবে রাজনৈতিকভাবে অপশক্তিকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের এ নেতা।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের অফিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় অতীতের ধারাবাহিকতা আগামী দিনেও ধরে রাখার আহ্বান জানান বাহাউদ্দিন নাছিম। বলেন, শ্রমিক লীগে কোনো ধান্দাবাজের জায়গা হবে না। কোনো সুযোগসন্ধানীর জায়গা শ্রমিক লীগে হবে না।
তিনি বলেন, মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে শ্রমিক লীগ। শ্রমিক লীগের ওপর ভর করে কোনো চাঁদাবাজ যাতে জায়গা না পায়, সে দিকে খেয়াল রাখতে হবে।
নাছিম বলেন, কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের স্বার্থ নিয়ে কাজ করে। দুর্নীতিবাজদের দমনে আওয়ামী লীগ কখনো ভয় পায় না। সন্ত্রাসীদের রক্তচক্ষুকে ভয় পায় না।