969
Published on ফেব্রুয়ারি 5, 2022উত্তরবঙ্গের শীত পীড়িত বিভিন্ন জেলায় একটু উষ্ণতার ছোয়া দিতে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল এবং করোনা ভাইরাস সংক্রমন রোধে স্বাস্থ্য সুরক্ষায় ১,০০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পঞ্চগড় জেলার শিল্পকলা একাডেমীতে বিকেল ৩ ঘটিকায় পূর্বঘোষিত এই কর্মসূচি আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি সালমান প্রধান শাওন, আসাদুজ্জামান সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক পল্লব বর্মন,স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান এবং সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারী।
এসময়ে সালমান প্রধান শাওন বলেন,"মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,আজ পঞ্চগড়েও উন্নয়নের জোয়ার বইছে।আজকে আপনাদের দেয়া এ সামান্য কম্বল মনে করবেন শেখ হাসিনার পক্ষ থেকে ভালবাসার উপহার।
উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক ইমরান জমাদ্দার বলেন," মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন মিশন বাস্তবায়নে জয়-লেখকের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচি গত ১২ জানুয়ারী থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল ৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও, ৬ ফেব্রুয়ারি রংপুর, ৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামে এই কর্মসূচির আয়োজন করা হবে"