521
Published on ফেব্রুয়ারি 3, 2022বগুড়ায় ব্যক্তিগত উদ্যোগে ৪ শতাধিক অসহায়-শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। বুধবার বিকেলে পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পালশা জনকল্যাণ সংঘের আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
পালশা জনকল্যাণ সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবক কর্মকর্তা নূরুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এমএ বাসেদ, আবু সেলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরা ও প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুম্পা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন শফিক বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, নৌকা মানবতার প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে চলেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন পালশা সমাজকল্যাণ সংঘের সহ-সভাপতি দুলাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগ নেতা শাহরিয়ার সৈকত, সাজ্জাদুর রহমান নুর, সাবেক ছাত্রনেতা জোবাইদুল ইসলাম আসাদ, ছাত্রনেতা মাহিন, সেভিট মন্ডল ও রবিন রহমান।