1152
Published on ফেব্রুয়ারি 1, 2022যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ানের চাঁদপুর দাখিল মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামের উদ্যোগে চাঁদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরন বিতারনের সময় শাহরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন একটি দেশ প্রতিষ্ঠা শোষিতের পক্ষে রাজনীতি এটি ইতিহাসের মাইলফলক। বঙ্গবন্ধুর তাঁর জীবনে সর্বদাই মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি কখনোই আপোষ করেননি। তাঁর রাজনৈতিক দর্শনে এটিই ছিল এক অনন্য দৃষ্টান্ত । বঙ্গবন্ধুর জীবনদর্শন বুকে ধারন করে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পদক শাহরুল ইসলাম, মাদরাসা সুপার মতিউর রহমান,মাদরাসা পরিচলনা পর্ষদের সভাপতি তৈবুর রহমান সহ প্রমুখ।