588
Published on ফেব্রুয়ারি 1, 2022স্বরূপকাঠি পৌর আওয়মীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায়। এ বর্ধিত সভায় পূর্ণাঙ্গ পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ সহিদুল আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কমিটির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো.লাভলু আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সহকারী অধ্যাপক শরীফ আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত ২০১৭ সনে পৌর আওয়ামী লীগের সম্মেলনে মো: গোলাম কবিরকে সভাপতি ও মো: ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়। বর্ধিত সভায় ৬৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ পৌর কমিটি ঘোষণা করেন সভাপতি।