856
Published on জানুয়ারি 31, 2022চট্টগ্রাম নগরীর ৪নং চান্দঁগাও ওয়ার্ডস্থ শমসেরপারায় মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলীর সার্বিক ব্যবস্থাপনায়, চান্দঁগাও বি ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইসা এর সন্চালনায় অসহায় শীতার্থ মানুষের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহ্বাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, সমাজসেবক আলহ্বাজ মোহাম্মদ আলী।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার , সনত বড়ুয়া , কফিল উদ্দিন, আবু বকর চৌধুরী , খোকন চন্দ্র তাতী। যুবলীগ নেতা আবু নাসের আজাদ, ফজলুল কবির সোহেল, নিয়ামত আলী, মোঃ আশরাফ , আরিফুল ইসলাম মাসুম, সোলাইমান পিনু,নাসির মনিক, মোঃ রুবেল, শহিদুল ইসলাম, রবি সাইদ,ছাত্রনেতা ইমরান শাওন, সাফায়েত ওয়াহিম, মোঃ সুমন,রাকিবুল হুদা, আরিয়ান শীবলি, এহতেসাম চৌধুরী , ইসফাকুল ওয়াজেদ, তাহসিন কবির, সাদমান অভি সহ আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ নেতৃবৃন্দ ।