467
Published on জানুয়ারি 30, 2022রবিবার দুপুরে বগুড়া সদরের নুনগোলা ডিগ্রী কলেজ মিলনায়তনে ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নুনগোলা ডিগ্রী কলেজের সভাপতি সুলতানা রাজিয়া পান্না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এমএ বাসেদ, আবু সেলিম, নুনগোলা ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, নিশিন্দারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রফিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহরিয়ার সৈকত, সাবেক ছাত্রনেতা জোবাইদুল ইসলাম আসাদ, ছাত্রলীগ নেতা সেভিট মন্ডল, ববিন রহমান।