522
Published on জানুয়ারি 29, 2022জেলা শহরের কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় শীতার্তদের মধ্যে ২০০ কম্বল, মাস্ক ও রান্না করা খাবার বিতরণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের জন্মদিন উপলক্ষে কেক কাটেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।