জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

802

Published on জানুয়ারি 29, 2022
  • Details Image

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ নিয়ে কেউ পদ বাণিজ্য করার দুঃসাহস দেখালে কাউকেই ছাড় দেওয়া হবে না। পদবাণিজ্যের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের দলে ঢুকালে এসব ব্যক্তি দলের মধ্যে উইপোকার মতো কাজ করে, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলকে দুর্বল করে দিয়ে দলের সাংগঠনিক ভিত ধ্বংস করে দেয়। তাই এসব পদ বাণিজ্যকারী এবং সুযোগ সন্ধানীদের ব্যাপারে সর্তক থাকতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
মির্জা আজম বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি কাউকেই আইএসআইএর কর্মকর্তা বানানো হয়নি। কিন্তু জিউয়ার রহমানকে ঠিকই আইসএসআইএর কর্মকর্তা বানানো হয়। কারণ জিয়াউর রহমানের বাবা পাকিস্তানি। ৭১’এ মুক্তিযুদ্ধ সংগঠিত হবে সেটা পাকিস্তান সেনাবাহিনী জানতো, তাই যুদ্ধের আগেই জিয়াউর রহমানকে গুপ্তচর হিসেবে এদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার লেবাশ ধরে বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বহু মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করেন এবং বহু দলীয় রাজনীতির নামে স্বাধীনাতাবিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত করেন।’

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত