সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

735

Published on জানুয়ারি 29, 2022
  • Details Image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পরিষদ নির্বাচনকে সামনে রেখে বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায়  উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো: ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সামাদ খন্দকার।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মিঠুন মোস্তাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মোজাম্মেল হক মাসুদ, সহপ্রচার সম্পাদক মোহাম্মাদ আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খান,  সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। 
 
সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত