টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

746

Published on জানুয়ারি 24, 2022
  • Details Image

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত