জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

658

Published on জানুয়ারি 23, 2022

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আওয়ামী লীগ আজ টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের মানুষের সেবা করে যাচ্ছে। এই টানা তিন মেয়াদে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দেশে যে পরিমাণ উন্নয়ন কাজ করা হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে তা অতীত ইতিহাসে কেউ করে দেখাতে পারেনি। আর এই কারণেই আওয়ামী লীগ এখন দেশের মানুষের কাছে আস্থার প্রতীক, তাই বার বার ভোট দিয়ে আওয়ামী লীগকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে দেশের মানুষ।

শনিবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মির্জা আজম। 

তিনি আরও বলেন, অতীতে যারা দেশের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দুর্নীতির মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ করে দিয়েছিল, দেশের মানুষ আজ তাদের প্রত্যাখান করে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে। তাই এখান থেকেই রাজনীতিবিদদের শিক্ষা নিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। 

ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান মন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজান, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত