জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

698

Published on জানুয়ারি 22, 2022
  • Details Image

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যারাই নেতৃত্বে আসবেন, তাদের দায়িত্ব দলের কর্মীদের মূল্যায়ন করা এবং দলকে সুসংগঠিত রাখা। আর সেটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই নেতৃত্বের বিকাশ ঘটনানো সম্ভব। আর যারা কর্মীদের মূল্যায়ন করবেন না, দলের জন্য কাজ না করে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তারা একটা সময় দলের নেতৃত্ব থেকে ছিটকে পড়বেন, অতীতের এমন বহু উদাহরণ আছে।’

শুক্রবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের সমানভাবে মূল্যায়ন করেন। সেইসাথে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমানতালে ভূমিকা রাখায় শেখ হাসিনা এখন শুধু একটা রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি সারাদেশের মানুষের কাছে নেত্রী হয়ে উঠেছেন।’  

দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেকুজ্জামান জুবেরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত